মেসেঞ্জার অর্ডার থেকে কাস্টম অডিয়েন্স তৈরি: ব্যবসায় সফলতার নতুন সুযোগ

যদি আপনি ফেসবুক ভিত্তিক ব্যবসা করেন এবং মেসেঞ্জার ব্যবহার করে অর্ডার নেন, তবে আপনার জন্য এই পোস্টটি।

যারা মেসেঞ্জার ক্যাম্পেইন করেন, তাদের জন্য এটা খুবই সহায়ক হবে বলে আশা করি।

যাদের ওয়েবসাইট আছে, তারা জানেন যে ওয়েবসাইট থেকে যারা অর্ডার করেছেন, তাদের জন্য কাস্টম অডিয়েন্স তৈরি করা যায়। কিন্তু মেসেঞ্জারের ক্ষেত্রে এ ধরনের কোনও অপশন ছিল সুখবর হলো, এখন থেকে আপনি মেসেঞ্জার থেকেও এই ধরনের কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারবেন।

কীভাবে করবেন ?

১। যখন কেউ আপনার পেজে মেসেজ দিয়ে অর্ডার করে, তখন সেই কনভারসেশন “Ordered” হিসাবে মার্ক করুন Order Status ফিচার ব্যবহার করে।

২। অথবা আপনি চাইলে সরাসরি Create Order অপশন থেকে অর্ডার তৈরি করতে পারেন—এক্ষেত্রে কাস্টমার থেকে অর্ডারটি কনফার্ম করতে হবে ( কাস্টমারের মেসেঞ্জারে নোটিফিকেশন যাবে )।

তাতে লাভ কি হবে ?

১।এরপর আপনি এই সেগমেন্ট ধরে কাস্টম অডিয়েন্স এবং লুকালাইক অডিয়েন্স তৈরি করতে পারবেন।

২। অথবা এই অডিয়েন্সকে ধরে পোস্ট-পারচেজ ক্যাম্পেইন চালাতে পারবেন।

৩। নতুন কোনও প্রোডাক্ট বা অফার আসলে এই স্পেসিফিক অডিয়েন্সকে লক্ষ্য করে ক্যাম্পেইন করতে পারবেন।

চেষ্টা করে দেখুন কাজে লাগে কি না।